দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা।

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদের উদ্যোগে পবিত্র ঈদুর ফিতরের নাগরপুরবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ বার্তা উপলক্ষে টাঙানো ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল।ঘটনাটি ঘটেছে নাগরপুরের সহবতপুর ইউনিয়নের মাইলজানী এলাকায়।

এই ন্যক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী ও সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো.উজ্জ্বল সরকার।

এ বিষয়ে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী বলেন, ঘটনাটি দুঃখজনক। এখনো সেই সব জঘন্য মানসিকতার ব্যক্তিরা আমাদের সমাজে আছে ভাবতেই অবাক লাগে। কীভাবে এমন নোংরা কাজ করতে পারে তারা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত খন্দকার আছাব মাহমুদ এর ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলায় উপজেলা আ.লীগ এর পক্ষে থেকে তিব্র নিন্দা জানাই এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করছি।

সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো.উজ্জ্বল সরকার বলেন ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা শুনে খুবই কষ্ট পেলাম।তদন্ত কমিটি গঠন করে দোষীদের বের করবো।

এ বিষয়ে খন্দকার আছাদ মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন,আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবলিত ঈদ শুভেচ্ছা ব্যানার সহবতপুরসহ সারা নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট টানিয়েছি।আমি ঢাকা থেকে জানতে পারলাম কিছু কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলছে। কে বা কার ছিড়ছে আমি জানি না। তিনি আরও বলেন, যারা আ.লীগের বিপক্ষে কাজ করে তারাই সম্ভত এই খারাপ কাজটি করেছেন। আমি এর সঠিক বিচার চাই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version