আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদের খুশিকে ছড়িয়ে দিতে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে জেবা বিনতে জহির ফাউন্ডেশন ।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেবা বিনতে জহির ফাউন্ডেশনের চেয়ারম্যান ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
পোশাক বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এইচএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেরই ইচ্ছে থাকে ঈদে নতুন কাপড় পড়ার; কিন্তু অসহায় দরিদ্র মানুষেরা এই স্বপ্ন অর্থের অভাবে অধরাই থেকে যায়। আর কেউ যদি তাদের হাতে ঈদের আগে নতুন পোশাক তুলে দেয় তাহলে তাদের আনন্দের সীমা থাকে না। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ উদ্যোগ।অসহায়দের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব।আমরা আজকে থেকে পোশাক বিতরণ শুরু করেছি পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।