যশোর জেলার অভয়নগর উপজেলায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে শিশুদের একীভূত শিক্ষা বিষয়ে শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণোত্তর কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার (১০ এপ্রিল) বিকেএফ অডিটোরিয়ামে
এ কর্মশালা শুরু হয়ে বুধবার ( ১২ এপ্রিল) শেষ হবে।
এনআরসিডিবি, সি ডি ডি, বিকেএফ, আরআরসির আয়োজনে,ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কারিগরি সহায়তায় এবং গোয়াক এর অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের সহকারি পরিচালক (প্রশিক্ষণ) ও ফোকাল পারসন এস এম ফারুক হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি ও সাংবাদিক সুনীল কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার ইসমাইল হোসেন, ফিল্ড এডুকেটর খাদিজা খাতুন, শাহনেওয়াজ পারভীন।
ঢাকার সিডিডি’র সহযোগী সমন্বয়ক গোপালচন্দ্র সাহা কর্মশালা পরিচালনা করেন এবং উক্ত কর্মশালায় যশোরের অভয়নগর ও সাতক্ষীরার বিভিন্ন স্কুলের শিক্ষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য একীভূত শিক্ষা হলো সকল শিক্ষার্থীর জন্য একই পদ্ধতির সর্বজনীন ও বৈষম্যহীন শিক্ষা সংস্কার ব্যবস্থা যাতে শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, সাতন্ত্র্য, প্রত্যাশা এবং সম্ভাবনার মাধ্যমে শিখন ও জ্ঞানের পাশাপাশি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মান উন্নীত করে।একীভূত শিক্ষা হলো একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীর বৈচিত্র্যময় চাহিদা পুরণ করা যায়।