ইদের আর দু’সপ্তাহের মত সময় বাকি থাকলেও অনেকটাই অলস সময় কাটাচ্ছে বাস কাউন্টারের লোকজন। পদ্মা সেতু চালু হওয়ায় এবার অনেকটাই নিষ্প্রাণ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিনাঞ্চলের বেশিরভাগ গাড়ি পদ্মাসেতু হয়ে যাওয়ায়, এবার ইদের জন্য গাবতলীতে আাগাম টিকিট কাটতে আসতে দেখা যাচ্ছে না যাত্রীদের।
কর্তৃপক্ষ মনে করেন পদ্মা সেতু চালু হওয়ায় এবার অনেকটাই যাত্রীচাপ কম রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। তারা আরও জানান আগের বছর গুলোতে এ সময় যাত্রীচাপ থাকার কারনে বাসের সংখ্যাও সারা বছরের তুলনায় বাড়াতে হত তাদের। তবে এবার এখনও তেমনটি হচ্ছে না। তবে তাদের ধারনা ইদের দিন আরও কাছে আসলে অফিস আদালত ছুটি হলে বাড়তে পারে যাত্রীর চাপ।
ভাড়া নৈরাজ্য কমাতে এবারও মাঠে কাজ করবে বিআরটিএ, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থাও নেয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। তারা আরও জানান সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করা যাবেনা। বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বিআরটিএ কর্তৃপক্ষ।