দ্যা মেইল বিডি ডেস্ক: আন্দোলনের নামে অহেতুক মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক খেলা না খেলার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘হুঙ্কার দিয়ে লাভ নেই। অতীতেও আন্দোলন করেছিলেন। আগুন আর পোট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলেন। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেননি। আগামী জাতীয় নির্বাচনও এ সরকারের অধীনে হবে। সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতাও আপনাদের নাই।’
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। আপনারা যদি মনে করেন দেশের মানুষ সরকারকে পছন্দ না করে, আপনাদের পছন্দ করে; তাহলে ভোটে আসেন। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা সরকারে আসবে। কাদের মাধ্যমে দেশের জনগণ উপকৃত হয়, কোন সরকারের অধীন দেশের উন্নয়ন হয়–সেটা জনগণই সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, জনগণের প্রতি তাদের (বিএনপি) আস্থা নেই। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। এদের আস্থা বিদেশি প্রভুদের ওপর। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। তাই বিদেশি দূতাবাসগুলোতে দৌড়ঝাঁপ করে। ২০১২ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু হয়েছিল, তখন থেকে আন্দোলন করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার যখন হলো, তখন থেকে আন্দোলন করছে। আন্দোলন করে কোনো লাভ হয়নি। বিএনপি-জামায়াত আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না। এটা বিএনপিও জানে।
হানিফ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মন্দাভাব চলছে, অর্থনীতি দুরবস্থার মধ্যে আছে। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। এ মন্দাভাব কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের দেশেও লেগেছে। তারপরও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
পল্টন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। বিশেষ বক্তা ছিলেন নগর দক্ষিণ সাধারণ সম্পাদক হুমায়ূন কবির। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
টিএমবি/এস