প্রেস বিজ্ঞপ্তি: দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি মনিরকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (বিকল্প ফেন্সিডিল) ফেন্সিগ্রিপ সহ আটক করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র প্রেস ব্রিফিংয়ে জানায়, নিয়মিত দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা সহ মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার (৮ এপ্রিল) র্যাব-১৩, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য (বিকল্প ফেন্সিডিল) ফেন্সিগ্রিপ বিক্রয়ের উদ্দেশ্যে দিনাজপুর জেলার সদর উপজেলার আস্করপুর এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ আস্করপুর গ্রামের ঝিনাইকুরি পুকুর নামক এলাকায় র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি মোঃ মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনির (৪৫) কে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ২টি প্লাষ্টিকের বস্তায় (ফেন্সিডিলের বিকল্প) ২০০ বোতল ফেন্সিগ্রিপ উদ্ধার করা হয়। সে দিনাজপুর জেলার সদর উপজেলাধীন (দক্ষিণ কোতয়ালী) সুন্দরা মাঝাপাড়া এলাকার মোঃ আনসার আলীর পুত্র।
সুত্র আরো জানায়, আটককৃত শীর্ষ মাদক কারবারি মোঃ মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনির দিনাজপুরের মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তার পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ, এম.কে ডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। আটককৃত মনিরুজ্জামান ওরফে ফেন্সি মনির এর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। আটককৃত কারবারির বিরুদ্ধে বিধিমোতাবেক দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
দ্যা মেইল বিডি/এইচএসএস