জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য এবং এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। এ আইন দ্রুত বাতিল করতে হবে।
শনিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে এই মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল।
আ স ম আবদুর রব বলেন, সরকারের অবৈধ শাসন, দুর্নীতি ও লুটপাট সুরক্ষা দিতে এবং বিরোধীদলের কণ্ঠরোধ করার জন্য এ নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে গ্রেপ্তারদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাতে প্রমাণ হয় এই আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ভয়ংকর ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেপ্তার করে যে তুঘলকি কাণ্ড করা হচ্ছে তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিয়েছে। প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই অসাংবিধানিক সরকার অপসারণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
টিএমবি/এইচ