যশোরে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল উদ্ধারসহ বিকাশ ও ভুলবশতঃ নগদ লেনদেনের লক্ষাধিক টাকা উদ্ধার করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
আজ শনিবার( ৮ এপ্রিল) বেলা ১১টায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের কনফারেন্স রুমে ভুক্ত ভোগী দের টাকা ও মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, হারিয়ে যাওয়া ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও বিকাশ ও নগদে লেনদেনের সময় ভুলশতঃ অন্যের নম্বরে চলে যাওয়া ১৪ জন ভিকটিমের ১ লাখ ১৪ হাজার ৪২০ টাকা উদ্ধারসহ ৭টি ফেসবুক আইডি উদ্ধার করে আজ
ফিরিয়ে দেয়া হলো।
তিনি আরও বলেন, সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে। সাইবার স্পেসে যদি কোন নারী প্রতারণা বা হয়রানির শিকার হন তবে জানাতে আহ্বান করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যরা।