রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে। ভবনের ১২ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোর রুম থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।
টিএমবি/এস