শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্বকীয়তা ফিরিয়ে আনতে ও মান রক্ষা করতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে ভর্তি কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ) এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এর আগে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের (৬৪তম) সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণে তারা কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করা হয়েছে। কোষাধ্যক্ষ, অনুষদের ডিনরা সদস্য হিসেবে থাকবেন। ইউনিট ভিত্তিক ভর্তি কমিটিতে অনুষদগুলোর ডিনকে আহ্বায়ক ও পরবর্তী ডিন যিনি হবেন তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটভুক্ত বিভাগের চেয়ারম্যানরা ইউনিট ভিত্তিক ভর্তি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ভর্তি কমিটি কাজ করবেন। বিভাগগুলোর কাছ থেকে ভর্তির চাহিদা নিয়ে দ্রুতই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল, এদিন বিকেলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারে কি না সেই বিষয়েও আলোচনা হয়েছে। সেদিন না হলেও দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা আয়োজনের চেষ্টা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত করে রেজিস্ট্রার বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেবেন।’
এর আগে গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল। ২৯ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরে আসার জন্য চার দিনের আল্টিমেটাম দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
উল্লেখ্য, ৩ এপ্রিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কক্ষে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।
দ্য মেইল বিডি/এসএসএস