নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে শিউলি খাতুন নামের এক স্ত্রীর খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিউলী খাতুন (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। হত্যার ঘটনায় স্বামী মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মন্টু ওই এলাকার বজলু রহমানের ছেলে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। এক পর্যায়ে স্ত্রীকে ঘরের মধ্যে আটকিয়ে মারপিট ও এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিউলী খাতুনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা বলেন, পারিবারিক কলহের জেরে মিন্টু তার স্ত্রীকে ঘরের ভিতরে দরজা আটকিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ এসে মিন্টুকে গ্রেফতার করেছে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান আনিছ বলেন, বেলা ১২টার দিকে আমি পৌরসভায় ছিলাম, এ সময় স্থানীয়রা আমাকে ফোন কলে জানান যে, মিন্টু তার স্ত্রীকে ঘরে আটকিয়ে মারপিট করছে। খবর পেয়ে আমি দ্রুত পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শিউলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ রাশেদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় অভিযুক্ত মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্যা মেইল বিডি/এইচএসএস