মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে নন্ গেজেটেড কর্মচারী ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) উপজেলা টাউন হলে উক্ত ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়
। এতে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, মানিকছড়ি থানার ওসি মো. আনছারুল করিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজি সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন, নন্ গেজেটেড কর্মচারী ক্লাবের সভাপতি ধীমান চন্দ্র নাথ, সহ-সভাপতি উহলাচাই মারমা, সাধারণ মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, অর্থ সম্পাদক মো. আব্দুর রউফ, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়াসহ বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএমবি/এইচএস