রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আট সদস্য আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। তিনি আরও জানান আগুন এখন তাদের নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, এবং পানির সংকটকে দায়ী করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
ভোর ৬ টায় এ আগুনের উৎপত্তি ঘটে বলে জানা যায়।এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ২০১৯ সালে বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তখন ভবনে ব্যানারও টাঙিয়ে দেয়া হয়েছিল। এর পর ১০ বার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই ব্যবসা চলছিল বলে জানান তিনি।