নীলফামারীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সর্বোচ্চ ধরা হয়েছে ১৩২০ টাকা।

রবিবার (২ এপ্রিল) দুপুরে জেলা শহরের বড় মসজিদে পর্যালোচনা সভা শেষে ফিতরার এই টাকা নির্ধারণ করেন জেলার শীর্ষ আলেম ওলামাগণ।

এতে বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, মার্কাস মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সাদিক, বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুল্লাহ, জাতীয় ইমাম সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান হাবিব হোসেন উপস্থিত ছিলেন।
বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বলেন, এক কেজি ৬৫০ গ্রাম আটার দাম হিসেবে জনপ্রতিনিধি সর্বনিম্ন১১৫টাকা, ৩ কেজি ৩০০গ্রাম খেজুরের দাম হিসেবে ১০০০ টাকা এবং ৩ কেজি ৩০০গ্রাম কিসমিসের দাম হিসেবে ১৩২০টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়।
তিনি বলেন, যার যার সাধ্যমত ফিতরা প্রদান করা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version