আব্দুল্লাহ আল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও সুধী সমাজ।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মানব জমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম বিজন, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আলামিন শাহীন, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্টার পার্টির সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর আহবায়ক আইনজীবী নাসির মিয়া, বাংলাদেশ প্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইব্রাহীম খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজুর রহমান, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমেদ, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, ডেইলি স্টারের প্রতিনিধি মাসুক হৃদয়, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত, কলেজ শিক্ষক অভিজিৎ রায়, জেলা ছাত্রমৈত্রীর সভাপিত ফাহিম মুনতাসির, বন্ধুসভার ইকবাল হোসেন, শাজাহান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিককে আটক করে দেশ চলতে পারে না, গণতন্ত্র টিকতে পারে না। সাংবাদিকদের টার্গেট করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।