নাজমুল হাসান, ডাসার প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২রা এপ্রিল,রবিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে মোঃ জাফর ফরাজী,সঞ্জয় সরকার,মোসাঃ রিনা বেগম, হাবিবুর রহমান, শংকর হালদার,সীমা বেগম ও রিক্তা রানী দাস সহ মোট ৭ জন উপকার ভোগীদের প্রত্যেক কে ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকতা (ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাকিম তালুকদার,ডাসার উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ,ইউনিয়ন সমাজসেবা কর্মি মোঃ মিজানুর রহমান,লায়লা আক্তার,তাছলিমা বেগম ও তানজিলা বেগম উপস্থিত ছিলেন।
টিএমবি/এইচএসএস