স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঠমিস্ত্রি রমজান (৩০) হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি মাহমুদুল হাসানকে (২২) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামি নেত্রকোনা কেন্দুয়ার হারাবকান্দি গ্রামের আব্দুস ছালামের ছেলে। আর নিহত রজমান একই উপজেলার আমতলা দিঘব গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
শনিবার (১ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ র্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন। এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদুল হাসানকে নরসিংদীর সদর থানাধীন দাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ২৪ ঘন্টা আগে নিহতের মা মিনা আক্তার (৫৬) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিহত রমজানের স্যালো মেশিন ভাড়া নেন আসামি মাহমুদুল হাসান। তিন বছর পর সেই মেশিনটি তেলের ট্যাংকি ছাড়া ফেরত দেন আসামি। এই নিয়ে চলতি বছরের গত ২৬ মার্চ বিকেলে স্থানীয় একতা বাজারে দেন সালিশি বৈঠক বসে। আসামিপক্ষ বৈঠকের সিদ্ধান্ত না মেনে উত্তেজিত হয়ে মাহমুদুল হাসান ধারালো কিরিচ দিয়ে রমজানের বুকের ডান পাশে নিচের অংশে ঘাই মারেন।
এ মামলার অন্যান্য আসামিরা লোহার রড ও লাঠি দ্বারা এলোপাথাড়ি মারপিঠ করলে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়েন। পরে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে ২৭ মার্চ বেলা আড়াইটার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান।
র্যাব আরো জানায়, মাহমুদুল হাসান হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে কেন্দুয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।