গোলাপ খন্দকার, সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার ১৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈকালিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়রস্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালেক এমপি।
বৃহস্পতিবার বেলা ৩ টায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।
সারাদেশের ১০ টি জেলা ও ২০ টি উপজেলাতে পাইলট প্রকল্প হিসেবে অফিস টাইম শেষ হবার পর বৈকালিক স্বাস্ব্য সেবা নাম মাত্র ফি নিয়ে এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা চালু করা হয়েছে যা চলবে ৩টা থেকে ৬টা পর্যন্ত।
দ্যা মেইল বিডি/এইচএসএস