মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র রমজান মাসে জনসাধারণের ভোগান্তি লাঘবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে সড়ক ও ফুটপাতের উপর বসানো বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। বুধবার (২৯ মার্চ) দিনভর শহরের ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান চালায় থানাপুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে। রমজান মাসে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে- সেই লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকা যানজটমুক্ত করতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।


