মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকার প্রত্যন্ত জনপদের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর লক্ষে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “বাটনাতলী যুব কল্যাণ পরিষদ”। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটনাতলী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি মো. নুরুল হুদা খান’র সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউপি সদস্য মো. আবুল কালাম, মাঃ আবদুল জলিল, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, আমান উল্লাহ, মো. জামাল উদ্দিন ও মো. নাজিম উদ্দিন প্রমূখ। দোয়া মোনাজাত শেষে হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
টিএমবি/এইচএসএস