বৃষ্টি আক্তার ও স্বাধীন মিয়ার প্রেমের সম্পর্ক প্রায় ২ বছরের। তারা একে অপরকে গভীরভাবে ভালবাসেন। সেই ভালবাসার পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে উদগ্রীব দুজনেই। কিন্তু বাধ সাধে উভয় পরিবার। তাই তারা একে অপরের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের বাড়িতে। অপরদিকে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাসেম মিয়ার ছেলে স্বাধীন মিয়ার বাড়িতে।
বৃষ্টি আক্তারের বাবা বাদল মিয়া আর স্বাধীন মিয়ার বাবা কাসেম মিয়া তাদের বিয়ে দিতে নারাজ।
অপরদিকে বিয়ে না দেওয়া পর্যন্ত অনশন ভাঙতে নারাজ স্বাধীন-বৃষ্টি। ভালবাসার জন্য এ অভূতপূর্ব কৌশল এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। আর টক অব দ্যা ডে তে পরিণত হয়েছে ঘটনাটি।
বৃষ্টি বলেন, স্বাধীনের সঙ্গে বিয়ে না দিলে আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। স্বাধীন বলেন, আমাদের সিদ্ধান্ত হলো দুই পরিবার সামাজিকভাবে আমাদের বিয়ে দেবেন।
এ ব্যাপারে বেলাব থানার ওসি তানভীর হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
টিএমবি/এসএস