প্রথমেই টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে খেলা দাড়ায় ১৭ ওভারে। লিটন দাস ও রনি তালুকদার শুরু থেকেই ছিলেন মারমুখী। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের দখলে নেন লিটন দাস। সাথে রনিও ব্যাট চালাচ্ছিলেন ১৯১ স্ট্রাইক রেটে।

রনি তালুকদার ও লিটনের এই জুটি ভাঙ্গে দলীয় ১২৪ রানে। প্রথমে রনি ও পরে লিটন ফেরেন ব্যক্তিগত ৮৩ ও ৪৪ রান করে। এরপর সাকিবের ৩৮ ও তাওহীদ হৃদয়ের ২৪ রানে ভর করে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০২ রান। জবাবে শুরুতেই তাসকিনের বলে প্রথম উইকেট হারিয়ে বেকায়দায় পরে আয়ারল্যান্ড।

বল হাতে এদিন সাকিব আাল হাসান ছিলেন আইরিশদের আতংকের নাম। আইরিশদের মধ্যে কার্টিস ক্যাম্ফারের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫০ রান। এছাড়া আর কেউ বড় সংগ্রহ করতে পরেনি।

১৭ ওভারে আয়ারল্যান্ডের ম্যাচ থামে ১২৫ রানে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়। খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।

Share.
Leave A Reply

Exit mobile version