ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বাজার থেকে আশা পুরকায়স্থ নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।
গত ২১ মার্চ গৃহবধূ তার বাবার বাড়ি থেকে মধ্যনগর বাজারে নিজের কাপড় ইস্ত্রী করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন।
এ ব্যাপারে আশার চাচা গোপেশ পুরকায়স্থ গত ২৪ মার্চ মধ্যনগর থানায় জিডি করেছেন।
জানা যায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের বিকাশ পুরকায়স্থের মেয়ে আশার প্রায় ৬ মাস আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার পিকলু সরকারের সাথে বিয়ে হয়। প্রায় ২০দিন ধরে আশা তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত ২১ মার্চ সকাল ৯টার দিকে নিজের কাপড় ইস্ত্রী করানোর কথা বলে ব্যাগে করে কাপড় নিয়ে মধ্যনগর বাজারে যায়। পরে সে আর বাবার বাড়িতে ফিরেনি।
‘মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, গৃহবধূকে খোঁজে বের করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।,