অনলাইন ডেস্ক:-
মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।
এ পাহাড় ধসের ঘটনায় এখনো প্রায় ৪৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৭ মার্চ)এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
ইকুয়েডরের শিম্বোরাজো প্রদেশের আলাউসি শহরে রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে।
যদিও সোমবার একটি প্রাথমিক বিবৃতিতে পাহাড় ধসে ১৬ জন নিহতের তথ্য জানিয়েছিল ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি। কিন্তু পরে সংস্থাটি এ সংখ্যা সংশোধন করে জানায়,সাত জন মারা গেছে এবং মাটির নিচে চাপাপড়া অন্তত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
ইকুয়েডরের পরিবহন মন্ত্রী দারিও হেরেরা দুর্ঘটনাকবলিত এলাকা আলাউসি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য ঘরগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদে নেয়া।’
টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে রিস্ক এজেন্সি বলেছে, এ পাহাড় ধসের ঘটনায় অন্তত ৫০০ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্তত ১৬৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকারীরা ডগ স্কোয়াডের সহায়তা নিয়ে মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। কিছু কিছু স্থানে পুরো বাড়িই মাটির নিচে চাপা পড়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো চলতি মাসের শুরুর দিকে তীব্র আবহাওয়া এবং শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৪টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
দ্যা মেইল বিডি/এম আর আর