দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আমিনুল ইসলাম

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা খুব বেশি পাকাপোক্ত নয়৷ বিস্বাদময় স্মৃতির সাথে রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু তিক্ত হার। তবে সব তিক্ততা ভুলে নিজেদের যেন নতুন রূপে চিনিয়েছেন তাসকিন হাসান মাহমুদরা।

তিন ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে ১-০ তে এগিয়ে গেছে সাকিবের দল। সোমবার চট্টগ্রামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদার-লিটন দাসের বিশাল জুটিতে লড়াকু পুঁজি দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ। রনি-লিটনের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৯১ রান। শামীম,তাওহিদ,সাকিব ও মিরাজের দ্রুতগতির ইনিংসে ১৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রানে। ৪ বল অসমাপ্ত থাকতেই প্রথম ইনিংস বন্ধ হয়ে যায় চট্টগ্রামে বৃষ্টির কারণে।

দীর্ঘ দেড় ঘন্টা বৃষ্টি চলার পর খেলা গড়ায় বৃষ্টি আইনে সংক্ষিপ্ত ওভারে। নিয়ম অনুযায়ী আয়ারল্যান্ডকে ছুড়ে দেওয়া হয় নির্ধারিত ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্যমাত্রা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন স্টার্লিং-অ্যাডাইররা। তবে তাসকিন আহমেদের বোলিং ঘুর্ণির তোপের মুখে পড়ে টিকতে পারেনি আইরিশরা। নির্ধারিত ৮ ওভার শেষে ৮১ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা। ফলে ২২ রানের জয় পায় বাংলাদেশ।

এদিন ম্যাচে একাধিক রেকর্ডের দেখা পেয়েছে বাংলাদেশ।

এক নজরে দেখে নেওয়া যাক রেকর্ডে রেকর্ডে বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি।

◾টি-টোয়েন্টিতে টানা ৪ ম্যাচ জয়:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো টানা ৪ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়ে টাইগাররা।

◾পাওয়ারপ্লে-তে সর্বোচ্চ সংগ্রহ (৮১)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাওয়ারপ্লে-তে সর্বোচ্চ ৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আগের রেকর্ডটি ছিলো ৭৬,২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

◾২০৭/৫ (তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ রান ২০৭। ৪ বল আগে খেলা বন্ধ হওয়ায় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটি হাতছাড়া হয় বাংলাদেশের। এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ২১৫/৫। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

◾তাসকিনের ৪/১৬
• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং। আগের সেরা ৪/২৫, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা সাকিব আল হাসানের ৩/৯, ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে।
• চট্টগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং। সেরা ৫/৩, ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের।

◾৭ বলে ৪ উইকেট।
৭ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের সবচেয়ে কম বলের মধ্যে ৪ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এর আগে দুবার ৮ বলের মধ্যে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version