জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই জাতীয় পার্টি চলবে। যারা তার নির্দেশনা মানবেন না, তারা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবে। নতুন-পুরোনো, নবীন-প্রবীণ সব ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়েই দলের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে।
সোমবার (২৭ মার্চ) গুলশানের একটি হোটেলে ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, অসাধু ব্যবসায়ীদের জন্যই দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের উজ্জ্বলতা প্রশ্নের সম্মুখীন। এতে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেওয়া শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজদের জন্য দেশপ্রেমিক জনতা এক সাগর রক্তের বিনিময় এ দেশ স্বাধীন করেনি।
সিয়াম-সাধনার পবিত্র এই মাসে দলের প্রত্যেক নেতাকর্মীকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, আমি আশাবাদী, আগামী দিনে আমরা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো।
দ্যা মেইল বিডি/এইচএসএস