রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ৫-৬ জন মানুষ মার্কেটের ছাদে চলে গিয়েছিলেন। পরে তাদের নিরাপদে নামিয়ে আনা হয়।

খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঐ মার্কেটের পাঁচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে আরো ৮টি ইউনিট যোগ দেয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, আগুন লাগার সময় পাঁচতলায় একটি কম্পিউটারের দোকানে ক্রেতা-বিক্রেতা ছিলেন। তবে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন। আমরা ধারণা করছি, এসি বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

Exit mobile version