সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার ৮২ টি গ্রামের নজর খালি ফসল রক্ষা বাধঁ পরিদর্শন করে নগদ ৩ লক্ষ টাকা ও সর্বাত্মক সহায়তা প্রধান করবেন বলে আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
রবিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নজর খালি বাধ পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেছে এমপি রতন।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,বংশীকুন্ডা দ: ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,আওয়ামীলীগ নেতা মহিবুল কিবরিয়া সহ মধ্যনগর ও তাহিরপুর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ালীগের নেতৃবৃন্দ।
নজর খালি বাধ পরিদর্শন করে এমপি রতন উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় ও বাধ নির্মাণে তদারকি সহ যাতে জেলা প্রশাসন আগামীতে যেন কাজ বন্ধ না করেন সে বিষয়ে দেখবাল করবেন বলে আশ্বস্ত করেন।