মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আগামীর স্মার্ট প্রজন্ম গড়ার লক্ষ্যে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে ওয়াইফাই জোনের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি পৌরসভার আয়োজনে এ উপলক্ষে রোববার বিকেল ৫ টায় পৌর পার্কের সামনে এ ওয়াইফাই জোনের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগাঠনিক সম্পাদক নিলয় হোসেনসহ আরো অনেকে। উদ্বোধন শেষে ফ্রি ওয়াইফাই সম্পর্কে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুন প্রজম্মকে নিদিষ্ট সময়ে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য এই ফ্রি ওয়াই ফাই।তিনি আরো বলেন, তরুন সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করাই এর মুল লক্ষ্য।