আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও ৫৩ তম জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এক ভয়ংকর গনহত্যা চালায়। বাঙ্গালী সেই বিভীষিকাময় ভয়াল রাতের ধ্বংসস্তুূপের মধ্য থেকে মাথা উচু করে দাঁড়িয়ে দেশ কে পাক হানাদার মুক্ত করার প্রতিজ্ঞা ও দেশ কে স্বাধীন করার লক্ষে শপথ গ্রহন করে।২৬ মার্চ থেকেই শুরু হয় প্রাণপনে যুদ্ধ। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন অর্জন করে।তাই এই ২৬ মার্চ দিনটি কেই বাঙালী জাতী স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।এই গৌরব উজ্জ্বল দিনটি তে সারা দেশে সরকারী, বেসরকারি ও সর্বস্তরের মানুষ মর্যাদা ও আনন্দের সাথে পালন করে।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
২৬ মার্চের ভোর রাতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পেশাজীবি মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করে।মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ওসি জাহিদুল হক,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিরোধী দল বিএনপি,যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি,বেসরকারি অফিস, ও সর্ব স্তরের মানুষ এ দিন টি কে গৌরবের সাথে পালন করে।