সুনামগঞ্জের মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার(২৫ মার্চ) সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মৃত সামিয়া(১৪) আক্তার বংশীকুন্ডা গ্রামের শাজাহান মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সামিয়া মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়।অনেক খোজাখুজির পরে সামিয়ার মা মমতাজ বেগম বাড়ির পাশের আম গাছের ডালের সাথে নিজের মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ কে খবর দিলে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত লাশ উদ্ধার করে।প্রাথমিক তদন্ত শেষে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।নিহতের পক্ষে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফন কার্য সম্পাদনের জন্য হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment