দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেশে পণ্যের যথেষ্ট মজুদ থাকার পরও রমজানে যারা দাম বাড়াচ্ছে তাদের গণবিরোধী আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজানে পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।
শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরও বলেন, রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানি নির্ভর পণ্য থেকে শুরু করে উৎপাদন নির্ভর সব পণ্যের সরবরাহ ঠিক রাখার ব্যবস্থা করেছেন। দুঃখজনক হলেও সত্য, তারপরও রমজান কিংবা কোনো উৎসব আসলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, বিভিন্ন পূজা-পার্বণের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার জন্য পণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালায়।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি চাল এবং গম গুদামে মজুদ রয়েছে। কোনো কোনো পণ্য রমজানের চাহিদার চেয়ে অতিরিক্ত মজুদ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী রমজানের সুযোগ নিয়ে দাম বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। ভোক্তা অধিদপ্তর এরই মধ্যে তাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, কেউ যেন এ ধরনের সংকট তৈরি করতে না পারে, সেজন্য গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে। তারা অবৈধ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রিপোর্ট করলে ব্যবসায়ীরা এ সুযোগ নিতে পারবে না।

ডিএমবি/এইচএসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version