দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. তোয়াজ্জেম (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রতনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রতন নেত্রকোনার কেন্দুয়া থানাধীন সোহাগপুর পাড়া দেউলি গ্রামের আ. সাহেদের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তোয়াজ্জেম পাশের তেমই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে গরু জবাইয়ের ছুরি দিয়ে তোয়াজ্জেমের গলা কেটে দেন বাবুল। হত্যাকাণ্ডে তাকে সহযোগিতা করেন আব্দুস সাহেদ, রতন, ফারুক, সুলতান ও আব্দুল কাদির।

এ ঘটনায় তোয়াজ্জেমের ছেলে আরিফ হাসান বাদী হয়ে ওই ছয়জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা দায়রা আদালতের বিচারক আসামি বাবুলের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আসামিরা উচ্চ আদালতে আবেদন করলে ২০১৯ সালের ৩০ জুন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে আসামিরা আপিল বিভাগের দ্বারস্থ হয়। মামলা এখন আপিল বিভাগের রায়ের জন্য অপেক্ষমান।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আসামি বাবুল, ফারুক ও আব্দুল কাদির বর্তমানে কারাগারে রয়েছেন। তিন বছর সাজাপ্রাপ্ত আসামি সুলতান জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান। আব্দুস সাহেদ জামিনে আছেন। তবে পলাতক ছিলেন রতন। গোপন সংবাদের ভিত্তিতে কসবার চকচন্দ্রপুর এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দ্যা মেইল বিডি/এইচএসএস
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version