মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে কৃষক আইয়ুব আলী ও তার পরিবার। শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের নিজ বাড়ীতে সাংবাদিক ডেকে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর ভোরে আমার বাড়ীর পশ্চিম পার্শ্বে শিয়াল একটি পোটলা নিয়ে টানাটানি করছে দেখে প্রতিবেশি শ্রী নিশিপদ আমাকে ডাক দিলে আমি লাঠি হাতে বের হই। তৎক্ষনাত দুজনকে দেখতে পেয়ে শিয়ালটি পালিয়ে যায়। পরে নিশিপদ আমাকে পোটলাটি রাখতে বলে চলে যায়। কিন্তুু আমি সেটি না রেখে পার্শ্বে বাঁশ ঝাড়ে ফেলে দেই। ঐ ঘটনার খবর জানতে পেরে ঐদিন সকাল সাড়ে ৯টায় পুলিশ আমার স্ত্রীকে থানায় নিয়ে গেলে ঐ পোটলায় থাকা মাদক দিয়ে মামলা দেন এবং আমাকে পলাতক আসামী করেন।
তিনি আরো বলেন, আমি ও আমার স্ত্রী দুই সন্তান নিয়ে নিজের সংসার ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। উক্ত ঘটনার সাথে আমার ও আমার স্ত্রীর জড়িত নয় বলে আইয়ুব আলী ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ঐ মিথ্যা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন।