নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের নেতৃত্বে শিবগঞ্জ বাজার পরিদর্শন করা হয়। এ সময় বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতাসহ প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
বাজার মনিটরিং করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতা করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে মজুত করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে, সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ।
দ্যা মেইল বিডি/এইচএসএস