মৌলভীবাজারের জুড়ীতে বে-রসিক ট্রাক ড্রাইবারের অদক্ষতায় ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটক বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোক মুখে উপজেলা জুড়ে চলছে তুড়জোর আলোচনা সমালোচনার ঝড়। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে সার বোঝাই ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটকটি বিধ্বস্ত হয়। ট্রাক চালক মোঃ আল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের মোঃ ইসমাইল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সার বোঝাই ট্রাকটি উপজেলার সম্মুখভাগে উপস্থিত হয়। উপজেলার প্রধান ফটক দিয়ে প্রবেশকালে ড্রাইভারের অসাবধানতা ও অদক্ষতার ফলে ট্রাকের ধাক্কায় মুহূর্তেই উপজেলার প্রধান ফটকের উপরের অংশ ভেঙে পড়ে। তবে এ সময় আশেপাশে কেউ না থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে চালক ও প্রধান ফটক নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কেউ কেউ উপজেলা প্রধান ফটকের কাজের মান নিয়ে আবার কেউবা বেরসিক চালককে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন রাতভর।
উপজেলার প্রধান ফটক ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিষয়টি দুঃখজনক। চালকের অদক্ষতায় উপজেলার প্রধান ফটকটি বিধ্বস্ত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version