মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড এখন পর্তুগিজ যুবরাজের দখলে। মাইলফল স্পর্শের রাতে জোড়া গোল করেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে অনায়াস জয় দিয়ে ২০২৪ ইউরোর বাছাইপর্ব শুরু করেছে পর্তুগাল।
বৃহস্পতিবার রাতে লিসবনে ‘জে’ গ্রুপের ম্যাচে লিখনস্টেইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। তাতে জয় দিয়েই রবার্তো মার্টিনেজ যুগ শুরু করল পর্তুগাল। সবশেষ বিশ্বকাপের পর রোনালদোদের ডাগআউটে ফার্নান্দো সান্তোসের স্থলাভিষক্ত হন বেলজিয়ামের সাবেক কোচ মার্টিনেজ।
নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে একচেটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। ম্যাচজুড়ে ৮২ শতাংশ সময় বল দখলে রেখে নেয় মোট ২৪টি শট। ১১টি ছিল অন-শট। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে স্বাগতিকরা বিরতিতে যায় ১-০ গোলের লিড নিয়ে।
পর্তুগালের গোলের খাতা খুলেন জোয়াও ক্যানকেলো। অষ্টম মিনিটে জালের দেখা পান তিনি। দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে স্কোরলাইন ৪-০ করে স্বাগতিকরা। এই অর্ধের দ্বিতীয় মিনিটে পর্তুগালের ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা।
মাইলফলক স্পর্শের ম্যাচে রোনালদো প্রথম গোল পান ৫১ মিনিটে। সেটা পেনাল্টি থেকে। এর ১২ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন সিআর-সেভেন। সবমিলে ১৯৭ আন্তর্জাতিক ম্যাচে ১২০টি গোল করেছেন আল নাসের ফরোয়ার্ড।
দ্যা মেইল বিডি/এইচএসএস