বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শুক্রবার (২৪ মার্চ) ঢাকার অবস্থান ষষ্ঠ। সকাল ৯টায় ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৫। এ বায়ু মানুষের জন্য অস্বাস্থ্যকর।
সকাল ৯টায় তালিকায় দেখা গেছে, বিশ্বে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২২৩। আর ১৮২ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ। তৃতীয় স্থানে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১৭৫। আর ১৫৯ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় শহর আছে চতুর্থ স্থানে। পাকিস্তানের লাহোর আছে পঞ্চম স্থানে, স্কোর ১৫৬।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।
দ্যা মেইল বিডি/এইচএসএস