মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উফশী আউশ ও পাট আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২ শত প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার(ভুমি)তামারা তাসবিহা,উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক জানান,এবার উপজেলার মোট ৫ হাজার ৫শত কৃষকের মাঝে প্রত্যেককে এক বিঘা জমিতে রোপণের জন্য এক কেজি করে পাটবীজ এবং এক বিঘা জমিতে রোপণের জন্য পাঁচ কেজি করে উফসী জাতের আউস ধান বীজ,১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এখন বীজতলা তৈরি শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে আউস ধান রোপণের কাজ।