মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

‘বিপজ্জনক অবস্থায় ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি’

ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, জেডএনপিপি’তে পারমাণবিক নিরাপত্তা একটি অনিশ্চিত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে আমি আবারো প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তা এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল পক্ষ থেকে প্রতিশ্রুতিদানের আহ্বান জানাই।

রাফায়েল গ্রোসির মতে, ৯ মার্চ রাশিয়ার হামলার পর থেকে প্ল্যান্টটি একটি একক ব্যাকআপ পাওয়ার লাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এটি ‘সংযোগ বিচ্ছিন্ন এবং মেরামতাধীন অবস্থায় রয়েছে।

এএফপি’র খবরে বলা হয়, এই মাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্ল্যান্টটির সংযোগ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাম্পগুলো চালানোর জন্য একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন যা পারমাণবিক জ্বালানির চুল্লির পুলগুলোকে শীতল করতে পানি প্রবাহিত করে থাকে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ