বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রানী মুখার্জি। ৯০ দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ক্যারিয়ারে সফল ছবির সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সহধর্মিণী তিনি।
গত মঙ্গলবার রানী মুখার্জির ৪৫তম জন্মদিন ছিল। তবে জন্মের সময় রানী মুখার্জির জীবনে ঘটেছিল এক ফিল্মি ও মজার ঘটনা।
জন্মের পর পরই রানী মুখার্জির সঙ্গে অন্য একজনের সন্তান অদলবদল হয়ে যায় এবং অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। রানি আরও জানান, কীভাবে তার মা তাকে খুঁজে নিয়ে এসেছেন।
একটি সাক্ষাৎকারের সময় রানী মুখার্জি বলেছিলেন, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হাসপাতালেই অন্য একটি শিশুর সঙ্গে অদলবদল হয়ে যান এবং একটি পাঞ্জাবি পরিবারে পৌঁছে যান। তার মায়ের কাছে অন্য শিশুটি আসামাত্রই ওই মেয়েটিকে দেখে তিনি বুঝতে পারেন যে সে রানী নয়, কারণ রানীর চোখের রঙ বাদামি।
এর পরই বাদামি চোখের একটি শিশুকন্যাকে পুরো হাসপাতালে খোঁজাখুঁজি করা হয় এবং তখনই রানীকে পাওয়া যায়। এই গল্পের জন্য রানীর পরিবারের সদস্যরা এখনো তাকে নিয়ে ঠাট্টা করেন।