মশিউর রহমান, জামালপুর থেকেঃ-
জামালপুর জেলার সরিষাবাড়ী ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াতের রাস্তায় জিয়া খালের উপর নির্মিত ব্রিজের পিলারের উপর ২৫ বছর পর সেতু নির্মান শুরু করছে আওয়ামী লীগ । এতে করে লাঘব হচ্ছে এলাকাবাসির ২৫ বছরের ভুগান্তি।
দ্রুত একটি পুর্নাঙ্গব্রিজ নির্মান করার প্রস্তুতি চলছে বলে জানান কর্তৃপক্ষ্য।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া চরে জিয়া খালের উপর প্রায় ২৫ বছর পূর্বে এলাকাবাসির প্রয়োজনীয়তার গুরুত্বে ব্রিজ নির্মানের কাজ শুরু করেন তৎকালিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত স্থানীয় সংসদ সদস্য প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার । কিন্তু পরবর্তীতে শুধু মাত্র পিলার নির্মান করেই বন্ধ হয়ে যায় ব্রিজের কাজ। থেকেই যায় এলাকাবাসীর দুর্ভোগ। শুকনো মৌসুমে পায়ে হেটে খালটি পার হলেও দুর্ভোগে পড়তে হয় বন্যায়। কখনো নৌকা আবার কখনো বাঁশের সাকোই ছিলো একমাত্র ভরসা। ফসল পরিবহনে ব্যাবহার করা হতো নৌকা।
তবে বর্তমানে ঐ সব পিলারের উপর লোহার এঙ্গেল ও কাঠ দিয়ে ব্রিজ নির্মানের উদ্যোগ নেয় নৌকা প্রতিকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মানিক।
যার ফলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি চেয়ারম্যানের যৌথ সহযোগীতায় এ ব্রিজ নির্মানের কাজ শুরু করে।
এতে করে উপজেলার টাকুরিয়া, মালিপাড়া,বামনজানি, মানিকপটল, বিন্যাফৈর কাজিপুর উপজেলার শালগ্রাম,মাজনাবাড়ীসহ প্রায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান চেয়ারম্যান মানিক।