নাদিম হোসেন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দরের সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপে
নব-নির্বাচিত সভাপতি কাজী সাহাবুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন , সহ-সভাপতি শাহিনুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুল হক বিএল,সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, দপ্তর সম্পাদক মাসুদ রানাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাজী সাহবুদ্দিন বলেন,সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সকল সদস্যর সহযোগিতায় সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য সবকিছু করা হবে।