শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রমজান আলীর পুত্র মোঃ আল আমিন (৩৮) নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের
২২শে মার্চ বুধবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হাড়িয়াকান্দি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় নিহতর বাবা রমজান আলী গুরুত্ব আহত হয়েছেন। আহত রমজান আলীকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের আনার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায় এই ঘটনায় খুনি মাজহারুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী থাকে
আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলেই পুলিশ মাজহারুলকে আটক করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন ঘটনাস্থলে থেকে মাজহারুল ইসলাম নামক এক জনকে আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।