মোঃ আতাউর রহমান (লালপুর)নাটোর:
নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে , বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, মোঃ আমিনুল ইসলাম জয়ের এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। অএ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হয়রত আলীর এর সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়ার) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোনোয়ারুজ্জামান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাহমুদুল হক মুকুল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার, বিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিন্টু,আওয়ামী লীগ নেতা,মোঃ বদিউর রহমান বদর, কামরুজ্জামান লাভলু, রোকনুল ইসলাম লুলু, মোঃ তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা কনক প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে, ফলে দেশের জনগণ শেখ হাসিনার উপর আবারও আস্হা রেখে ২০২৪ সালে নৌকা মার্কা ভোট দিবেন।
সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল করেছে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্হার অনেক উন্নতি হয়েছে। তিনি আরও বলেন লালপুর বাগাতিপাড়ার রাস্তা পাকাকরণ বিভিন্ন স্কুল কলেজে বিল্ডিং দেওয়া হয়েছে, যেন ছাত্র ছাত্রীরা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারে।
এমপি বকুল বলেন, মেধাভিত্তিক বৃত্তি চালু করা হয়েছে,যেন বর্তমানে ছাত্র ছাত্রীরা আধুনিক তথাপ্রযুক্তির মাধ্যমে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়।