স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতন করতে বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরের বড়বাজার ও মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাব, যশোর-এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম।
এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয় এবং হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং যথাযথ ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাজারকে স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করে ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।