নীলফামারী-৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি’র বিরুদ্ধে গত ১৮ই মার্চ একটি বে-সরকারি টিভি চ্যালেনে ভিডিও প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর জাতীয় পার্টিসহ সকল অঙ্গসংগঠনের সার্বিক আয়োজনে ২২শে মার্চ বুধবার দুপুরে পৌর শহরের জিড়ো পয়েন্ড মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু’র সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, বাবলুর রহমান বাবলু, তোফায়েলুর রহমান পায়েল, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান, আবদুল্লাহ্ আল-বাকী। এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, তহমিদার রহমান মিলন, দুলাল হোসেন আর্মি, হাসানুজ্জামান হাসু, জিয়াউর রহমান ঝ্যাল্লাহ্, সাবেক কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, মনিরুজ্জামান লেবু, রেজাউল করিম মাকু, পৌরসভার ৬ নং কাউন্সিল আনোয়ার হোসেন, ২ নং কাউন্সিল আবুল বাশার মিন্টু প্রমুখ। উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু বলেন, জলঢাকার এই আসনের মাননীয় সংসদ সদস্য একজন নিষ্ঠাবান ও সৎ ব্যক্তি। জলঢাকার একটি কুচক্রী রাজনৈতিক মহল প্রতিহিংসা পরায়নে মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি’র সম্মান নষ্ট হেয়প্রতিপন্ন করার লক্ষে ঘৃণ্য বর্বরোচিত ও ষড়যন্ত্রমুলক ভাবে গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য প্রদান করে মনগড়া, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায়। যে সংবাদের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু বলেন, বর্তমান সাংসদের উন্নয়ন মুলক কর্মকান্ড দেখে জলঢাকার কিছু রাজনৈতিক ব্যক্তির চরিতার্থ উম্মোচন হয়েছে। সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান করে যে মনগড়া সংবাদ পরিবেশন করেছে আমরা এমন উদ্দেশ্য প্রনোদিত এবং কাল্পনিক মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির ১১টি ইউনিয়নের সভাপতি /সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।