শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্ৰামের মৃত ছফির উদ্দিনের পুত্র মোঃ সজিব মিয়া(২০) বুধবার ২২ মার্চ সকাল ০৮.১০ মিনিটের সময় নিজ পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যু বরণ করেন বলে জানা যায়।
জানা যায় – স্থানীয় বাশাটি গার্মেন্টসে চাকরি করতেন সজিব তার মা মোছাঃ মাজেদা বেগম ছেলেকে ঘুম থেকে ডেকে দেওয়ার পর সজিব তাদের নিজ পুকুরে গোসল করতে যায় সজিব, মা দীর্ঘ সময় অপেক্ষা পর মা মাজেদা পুকুর পাড়ে গিয়ে দেখেন সাবান পরে আছে পুকুরে ঘাটে কিন্তু ছেলে নাই বেশ কয়েক বার খুজা খুজি পর এলাকাবাসী পুকুরে মাছ ধরার ট্রলা জাল দিয়ে পুকুরে পানির নিচে তলিয়ে যাওয়া সজিবকে খুঁজে পায় সাথে সাথে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।