ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলার আব্দুল লতিফ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের বিপিন পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল লতিফ ঈশ্বরগঞ্জ থানাধীন পুরাহাতা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ১৬ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। গত বছরের ১ জুলাই মধ্যরাতে ভুক্তভোগী তার কক্ষে একা শুয়ে ছিল। এ সুযোগে প্রতিবেশী আব্দুল লতিফ ওই কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ডাক-চিৎকার দিতে চাইলে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় আব্দুল লতিফ। পরে ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ওই ছাত্রী।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। পরে চিকিৎসক জানায়, সাত মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি আব্দুল লতিফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন মেয়ের বাবা।
আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের বিপিন পার্কের সামনে থেকে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
দ্যা মেইল বিডি/হলি/এসএস