হুগো লোরিসের অবসরে যাওয়ার পর ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক মনোনীত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
মঙ্গলবার কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচ দেশম। এমবাপ্পে অধিনায়ক হলে অ্যান্তোনিও গ্রিজম্যান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন এমন গুঞ্জন ছিল। এর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের গ্রিজম্যানকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন দেশম।
মাত্র ২৪ বছর বয়সেই নেতৃত্বভার পাওয়ায় এমবাপ্পে আর্মব্রান্ড পরে মাঠে নামলেই ফ্রান্সের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের এক ম্যাচে আর্মব্রান্ড পরেছিলেন তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলেছে ফ্রান্স। বিশ্বকাপে দলটির অধিনায়ক ছিলেন গোলরক্ষক হুগো লরিস। রাশিয়া বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। কিন্তু কাতার বিশ্বকাপের পরে অবসর ঘোষণা করেছেন তিনি। লরিস ১৪ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন।
দ্যা মেইল বিডি/এইচএসএস